BENGALBYTE.IN
বলিউডের ছয়টি ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল ২০২৩-সালেই আসতে চলেছে।
আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল অর্থাৎ ‘ওহ মাই গড ২’। তবে অক্ষয়ের পাশাপাশি এই ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতমের মতো জনপ্রিয় অভিনেত্রীও।
২২ বছর পর বড় পর্দায় আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল।
ছবির প্রথম পার্টে পুজার চরিত্রটি খুব জনপ্রিয়তা অর্জন করে। এবার ছবিতে আয়ুষ্মান ছাড়া রয়েছেন বিজয় রাজ, অন্নু কাপুর, পরেশ রাওয়াল। তবে আয়ুষ্মানের নায়িকা নুসরত ভারুচ্চার বদলে হবে অনন্যা পান্ডে।
‘পাঠান’-এ টাইগার আর পাঠানকে অ্যাকশন করতে দেখে দর্শকদের মনেও ‘টাইগার ৩’ নিয়ে উৎসাহ বেড়েছে। শোনা গিয়েছে টাইগার ফ্র্যাঞ্চাইজির এই ছবিটি মুক্তি পাবে খুব শীঘ্রই।
কমেডি ঘরানার এই ছবিটির দ্বিতীয় পার্টটিও খুব সাফল্য পেয়েছিল বক্স অফিসে। তাই এবার আসতে চলেছে ছবির তৃতীয় পার্ট। এবার ছবিতে থাকছেন না অভিনেতা আলি ফলজ।
২০২৩ সালে আসছে ‘সিংহম ৩’। যেখানে আবার পুলিশ অফিসার সিংহমের ভূমিকায় দেখা যাবে অজয়কে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑