কোলেস্টেরল দূর করতে ড্রাই ফ্রুট খুবই কার্যকর

BENGALBYTE.IN

কোলেস্টেরলের মাত্রা সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে।

তার জন্য সবার আগে শরীর থেকে ব্যাড কোলেস্টেরল দূর করতে হবে।

বাদাম:

হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য সেরা হিসেবে প্রমাণিত শুকনো ফলগুলির মধ্যে একটি হল বাদাম। বাদাম খালি পেটে খাওয়া উচিত।

আখরোট:

সাধারণত আখরোটে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে, আর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ থাকে কম।

চিনাবাদাম:

কোলেস্টেরল কমাতেও সাহায্য করে চিনবাদাম।

পেস্তা:

কোলেস্টেরল কমায়, এমন ড্রাই ফ্রুটসের মধ্যে অন্যতম পেস্তা।

More Amazing Contents, Swipe Up ↑