ফেসপ্যাক ব্যবহারের আগে মেনে চলতে হবে এই পাঁচটি নিয়ম

BENGALBYTE.IN

প্যাচ টেস্ট করে নিতে হবে

যে ফেসপ্যাক ব্যবহার করতে চাইছেন তা প্রথমে আপনার কানের পেছন দিকে একবার লাগিয়ে দেখে নিন, যদি কোনো রকম জ্বালা করে বা লাল হওয়ার মত সমস্যা হয়, তাহলে সে ফেসপ্যাকটি আপনার জন্য ঠিকনয়।

ব্রণ প্রবণ ত্বকের ফেসপ্যাক নয়

অতিরিক্ত ব্রণ রয়েছে এমন ত্বকে কোনো রকম ফেসপ্যাক ব্যবহার করবেন না, এতে কিন্তু ব্রণের পরিমাণ বেড়ে যেতে পারে।

ত্বকের উপর বেশি ঘষাঘষি নয়

ফেসপ্যাক ব্যবহারের সময় ত্বকের উপর দিয়ে অতিরিক্ত পরিমাণে ঘষাঘষি করবেন না। আস্তে আস্তে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

ফেসিয়ালের পর টোনার, ময়েশ্চারাইজার অবশ্যই

ফেসিয়াল করার পরে ময়শ্চারাইজার, টোনার অবশ্যই লাগাতে ভুলবেন না।

সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে সাবধান

সেনসিটিভ ত্বকে যেকোনো উপাদান ব্যবহার করার আগে টেস্ট করে নেওয়াই ভালো।

More Amazing Contents, Swipe Up ↑