রান্নাঘর থেকে মাছির উপদ্রব দূর করার উপায়

BENGALBYTE.IN

স্প্রে বানিয়ে নিন

ভিনেগার,খাবার সোডা, জল ও লেবুর রস মিশিয়ে স্প্রে বানিয়ে নিন। রান্নাঘরের মেঝে ও খাবার টেবিলের আশেপাশে স্প্রে করে দিন। মাছির উপদ্রব থাকবে না।

লেবু- লবঙ্গ

লেবু অর্ধেক কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের ওপর রেখে দিন। মাছির আনাগোনা থাকবে না।

নিম পাতা

নিম পাতা জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে তা ছেঁকে জলে মিশিয়ে সেটা দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। মাছি দূর হবে।

লবঙ্গ গুঁড়া

লবঙ্গ শুকিয়ে গুঁড়া করে রান্নাঘরে ছিটিয়ে রেখে দিন। মাছি দূর হবে।

নিমের ডাল

নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে রেখে দিন। মাছির আনাগোনা কম হবে।

More Amazing Contents, Swipe Up ↑