'মানবজমিন' দেখতে দর্শক নেই সিনেমাহলে

BENGALBYTE.IN

সদ্য মুক্তি পেয়েছে শ্রীজাত পরিচালিত মানবজমিন

শ্রীজাতের ঝুলিতে এলো পরিচালক হওয়ার অভিজ্ঞতার।

নতুন বছরে নতুন জন্ম পরিচালক শ্রীজাতর।

ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন তাঁর স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছোটবেলার বন্ধুরা, মা, স্ত্রী দূর্বা ও প্রিয়জনেরা।

পরিচালনায় হাতেখড়ি হয়েছে কবি তথা গীতিকার শ্রীজাতর।

শ্রীজাতর এই ছবিকে অনেকেই ‘কবিতার মতো’ বলেছেন, প্রশংসাও করেছেন ভুরি ভুরি।

‘মানবজমিন’ দেখতে দর্শক হলমুখী হচ্ছেন না।

মুক্তির প্রথম পাঁচ দিনে বক্স অফিসে মাত্র ৩.২৮ লাখ অর্থাৎ দিনে এক লক্ষেরও কম ব্যবসা করেছে এই ছবি।

যাঁরা দেখেছেন তাঁদের মানবজমিন ভালো লেগেছে সেটাই প্রযোজক ও পরিচালকের প্রাপ্তি

‘মানবজমিন’-এ লিড রোলে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার।

More Amazing Contents, Swipe Up ↑