‘বাঘাযতীন’ এর জন্য নতুন মুখের সন্ধানে দেব

BENGALBYTE.IN

‘নায়িকা চাই’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দেব।

উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি থেকে ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ‍্যে। পোর্টফোলিও পাঠানোর জন‍্য শেয়ার করা হয়েছিল যাবতীয় তথ‍্য।

দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এর তরফে নায়িকার খোঁজে একটি বিশেষ পোস্ট করা হয়েছিল কয়েক মাস আগে।

‘বাঘাযতীন’ ছবিতে বাঘা যতীন অর্থাৎ দেবের স্ত্রী ইন্দুবালার চরিত্রের জন‍্য নায়িকা খোঁজা হচ্ছিল।

দেবের নতুন নায়িকার অভিনয় জগতের সঙ্গে কোনো যোগসূত্রই নেই।

দেবের ছবির নায়িকা হতে চলেছেন সৃজলা দত্ত, তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। তবে দেব যেমনটা চাইছিলেন ঠিক তেমনটাই পেয়েছেন সৃজলার মধ্যে।

'বাঘাযতীন' ছবিতে পরিচালনা করছেন অরুণ রায়।

পরিচালক জানিয়েছিলেন গত দেড় বছর ধরে তিনি বাঘা যতীনের চিত্রনাট‍্য লিখছেন।

এই ছবির প্রযোজনায় থাকছেন স্বয়ং দেব

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, ছবিতে ভিএফএক্সের কাজ বেশি থাকবে।

More Amazing Contents, Swipe Up ↑