BENGALBYTE.IN
বছরের গোড়ার দিকে রণলিয়ার দীর্ঘ প্রেম পরিণতি পায়। তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে বিপুল সাফল্য পায়। তারপরই কোলে আসে ফুটফুটে রাজকন্যা।
গত ৬ নভেম্বর আলিয়া-রণবীরের ঘর আলো করে এসেছে ছোট্ট এক কন্যা।
রণলিয়ার ছোট্ট মেয়ে কাপুর পরিবারের খুশির জোয়ার এনেছে। পাশাপাশি বলিউডও এই উল্লাসে মেতেছে।
করণ জোহর তো বলেই দিয়েছেন যে, তার দাদু হওয়ার মতোই আনন্দ হচ্ছে। অন্যদিকে খুদের দাদি নীতু কাপুরও নতুন অতিথিকে পেয়ে আহ্লাদে গদগদ।
ঋষি কাপুর এবং নীতু কাপুরের পুরনো বাড়ি কৃষ্ণ রাজ বাংলো। ৯-তলা বাড়ির একটি তলায় থাকবেন নীতু কাপুর। আরো এক তলায় থাকবেন আলিয়া এবং রণবীর। আপাতত তাদের মেয়ে তাদের সঙ্গেই থাকবেন। তবে বাংলোর আরো একটি তলা পুরোটাই সদ্যোজাতের জন্য!
মেয়েকে কোলে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণবীরও। আপাতত দু’জনেই সদ্য বাবা-মা হওয়ার স্বাদ নিচ্ছেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑