জনপ্রিয় অভিনেত্রী ছাড়তে চলেছেন বিনোদনজগৎ!

BENGALBYTE.IN

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

প্রচলিত নিয়মের বেড়াজাল ভেঙে শোবিজ অঙ্গনের সাজানো পথে না হেঁটে নিজের নিয়মে চলা অভিনেত্রী তিনি।

জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন অভিনেত্রী

কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তাঁর।

সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে।

হঠাৎই ধর্মীয় সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটপাড়ার শোরগোল পড়ে গেছে।

নিজের আধ্যাত্মিক সত্তার নানা ছবি প্রায়ই পোস্ট করেন সাই।

সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে। তবে এটাই প্রথমবার নয়, বরাবরই ভীষণ রকম ধার্মিক তিনি।

অভিনয়ের ক্যারিয়ারে সফল পর্যায়ে আছেন সাই পল্লবী

ক্যারিয়ারের এতটা সফল পর্যায়ে এসে সত্যি সত্যি অভিনয় ছেড়ে যাবেন কি না, তা নিয়ে মুখ খোলেননি সাই পল্লবী।

More Amazing Contents, Swipe Up ↑