প্রেমিক আদিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রাখি

BENGALBYTE.IN

আদিল দুরানির সঙ্গে ২০২২ সালেই বিয়ে সেরেছেন রাখি

সোশ্যাল হ্যান্ডেলে ছবি এবং ভিডিয়ো শেয়ার করে এমনই জানান রাখি সাওয়ান্ত

রাখি গত ৭ মাস ধরে আদিল দুরানির সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন

যদিও অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে আদিল দুরানির সঙ্গে ভিডিয়ো শেয়ার করে, 'জাস্ট ম্যারেড' বলে ক্যাপশন জুড়েছিলেন

প্রেমিক আদিল নাকি রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ে অস্বীকার করছেন।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আদিল কেন তাঁর সঙ্গে বিয়ের কথা অস্বীকার করছেন, তা জানা নেই।

প্রেমিককে বিয়ে করে খুব খুশি রাখি।

রাখি বলেন, বিয়ে নিয়ে তিনি খুশি। স্বামী হিসেবে আদিলকে তিনি ভালবাসেন বলেও মন্তব্য করেন

রাখীর জনপ্রিয়তা:

বিগ বস-এ জনপ্রিয়তার পাশাপাশি বলিউডে বেশ কয়েকটি আইটেম নম্বরে নাচ করেছেন রাখি সাওয়ান্ত।

এবার নাম বদলে ইসলাম ধর্মগ্রহণ?

এখন তাঁর নাম নাকি রাখি সাওয়ান্ত ফাতিমা। এমনটাই দাবি রাখীর।

More Amazing Contents, Swipe Up ↑