BENGALBYTE.IN
মাধুরী দীক্ষিত এবং ডাঃ শ্রীরাম নেনে ২১ বছরেরও বেশি সময় ধরে সুখী বৈবাহিক জীবন একসাথে কাটিয়েছেন।
১৭ অক্টোবর, ১৯৯৯, মাধুরী ও ড.নেনে আমেরিকায় নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করেছিলেন।
মাধুরী তাঁর দাম্পত্য জীবনের অনেক বছর আমেরিকায় স্বামীর সাথে গৃহিণী হিসেবে কাটিয়েছেন।
ড.নেনে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে বিয়ের পূর্বে ৩ মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল এবং পরে তাদের বিয়ে হয়েছিল।
২০০৩ সালে এই দম্পতির পুত্র সন্তানের জন্ম হয়।
বিয়ের পর এক দীর্ঘ বিরতি নিয়ে মাধুরী আদিত্য চোপড়ার 2007 সালের ছবি 'আজা নাচলে'-তে অভিনয় করেছিলেন, কিন্তু ছবিটি ফ্লপ হয়।
ডাঃ নেনে এবং মাধুরী পরিবারের সাথে এখন ভারতে ফিরে এসেছেন এবং মুম্বাইয়ে স্থায়ী হয়েছেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑