BENGALBYTE.IN
দীর্ঘ চার বছর হয়ে গিয়েছে পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে শেষবার কিং খান কে দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' (Zero) ছবিতে।
আরিয়ান খানের মাদককাণ্ডে গ্রেফতারির পর থেকেই সংবাদমাধ্যম থেকে প্রকাশ্য যেকোনও জায়গায় নিজেকে কিছুটা আড়ালেই রেখেছেন শাহরুখ খান।
দীর্ঘ একটি অধ্যায় কাটিয়ে পর্দায় আবার ফিরতে চলেছেন কিং খান। এর মধ্যেই আবার খবরের শিরোনামে এলেন তিনি। কোনও ছবির প্রচারের জন্য নয়, জনৈক অনুরাগীর উপর রেগে গিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এলেন অভিনেতা।
বিমানবন্দরে এক অনুরাগীর উপর এতটাই রেগে গেলেন কিং খান যে, তাঁকে সামলাতে হল ছেলে আরিয়ানকে
মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে আরিয়ান ও আব্রামের সঙ্গে হেঁটে যাচ্ছেন শাহরুখ খান। আর সেই সময়ই এক অনুরাগী সেলফি তোলার জন্য দৌড়ে আসেন কিং খানের কাছে।
জনৈক শাহরুখ অনুরাগী নিজের প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলতে গিয়ে বলিউড বাদশার হাতও ধরেন তাঁর অনুমতি ছাড়া।
অনুরাগীর এই আচরণে বেজায় রেগে যান কিং খান ও নিজের হাত ছাড়িয়ে নেন এবং কয়েক পা সরেও যান। এই পরিস্থিতিতে শাহরুখ পুত্র আরিয়ান দৌড়ে আসেন এবং বাবার হাত ধরে এগিয়ে যান।
বিমানবন্দরে অনুরাগীর এমন আচরণে মেজাজ ঠিক রাখতে পারেন নি শাহরুখ তবে কিং খানের এ হেন ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন~ অনুরাগীর সঙ্গে এমন ব্যবহার করা কি ঠিক হল তাঁর?
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑