পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও!

BENGALBYTE.IN

এক নজরে দেখে নিন

বাংলা সিরিয়ালের কিছু জুটিকে যাদের পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছে।

শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার

অভিনেত্রীর সঙ্গে পরিচালকের প্রেম, শ্রুতি এবং স্বর্ণেন্দু প্রমাণ করেছেন প্রেমে বয়সের ব্যবধান বড় কথা নয়।

অভিষেক বসু এবং সুরভি মল্লিক

গঙ্গারাম সিরিয়ালে অভিনয় করতে করতে অভিষেক এবং সুরভির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

রুদ্রজিৎ মুখার্জি এবং প্রমিতা ভট্টাচার্য

‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে অভিনয় করতে করতে বাস্তবেও এই সিরিয়ালের নায়ক-নায়িকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে তারা আইনত বিয়েটাও সেরে ফেলেছেন।

রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য

যমুনা ঢাকি সিরিয়ালে অভিনয় করতে করতে বাস্তবেও প্রেমে পড়েছেন শ্বেতা এবং রুবেল।

অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং

দীর্ঘদিন ধরেই প্রেম করছে সিরিয়ালের এই জনপ্রিয় জুটি।

প্রতীক সেন এবং সোনামণি সাহা

মোহর সিরিয়ালের এই জুটি পর্দাতে তাদের অভিনয়ের মাধ্যমে যেমন ঝড় তুলেছিলেন দর্শকদের হৃদয়ে বাস্তবেও নাকি তারা প্রেমের সম্পর্কে ধরা পড়েছেন বলে জানা যাচ্ছে।

More Amazing Contents, Swipe Up ↑