প্রিয়তমার উদ্দেশ্যে ‘কনম্যান’-এর বিশেষ বার্তা।

BENGALBYTE.IN

জেলবন্দি ঠকবাজ প্রেমিক।

বহু আরোপ ও প্রশ্নের সম্মুখীন হওয়ার পর মুখ ফিরিয়ে নিয়েছেন জ্যাকলিন।

এক সময় সুকেশ ও জ্যাকলিনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়।

প্রেমিকাকে বেশ কিছু দামি দামি উপহারও দিয়েছেন সুকেশ।

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় নাম জড়ায় সুকেশের।

প্রায় দেড় বছর ধরে জেলবন্দি এই কনম্যান

জেরার মুখে পড়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে,

সুকেশ তাঁর জীবন নরকে পরিণত করেছেন।

2023 এর 15 ফেব্রুয়ারি জাতীয় তদন্তকারী সংস্থার আদালতের বাইরে শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সুকেশকে।

কনম্যানকে দেখা মাত্র প্রশ্ন ছুঁড়ে দেয় সংবাদমাধ্যম। তিনি নাম না করেই বলেন, ‘‘আমার তরফ থেকে ওকে ভ্যালেনটাইন্‌স ডে-র শুভেচ্ছা।’’

More Amazing Contents, Swipe Up ↑