বলিউড তারকাদের সেরা ত্রিকোণ প্রেমের কাহিনী

BENGALBYTE.IN

সুজান-হৃত্বিক-কঙ্কনা

হৃত্বিক রোশন ও সুজান খানের জুটিও বেশ নজরকাড়া ছিল বলিউডে। যদিও ২০১৪-এ বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। তারই মাঝে অভিনেত্রী কঙ্কনা রানাওয়াতের সঙ্গে হৃত্বিকের নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক কোনোদিনই স্বীকার করেননি হৃত্বিক।

বিবেক-ঐশ্বর্য-সলমন

নব্বইয়ের দশকে বলিউডের সেরা ত্রিকোণ প্রেম বিবেক ওবেরয়-ঐশ্বর্যা রাই-সলমন খানের। ঐশ্বর্যার অভিযোগ ছিল, সলমন নাকি তাঁকে মারধর করেছিলেন।

রেখা-অমিতাভ-জয়া

বলিউডের ত্রিকোণ প্রেম বলতেই প্রথমেই যাদের কথা মাথায় আসে তাঁরা হলেন বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখা।

ডিনো-বিপাশা-জন

'রাজ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই শুরু হয় ডিনো মোরিয়া ও বিপাশার প্রেমকাহিনি। ২০০২-এ ব্রেকআপের পর নায়িকা অভিনেতা জন আব্রাহামের হাত ধরে এগিয়ে যান। পরে যদিও সেটাও ভেঙে যায়। বিপাশা এখন কর্ণ সিংহ গ্রোভারের গৃহিণী।

শাহিদ-করিনা-সইফ

‘চকোলেট বয়’ শাহিদ কপূরের সাথে বেবোর প্রেমের গুঞ্জন বহুদিন পর্যন্ত বেশ তরতাজা ছিল। ‘ফিদা’ ছবিতে তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছিল। যদিও ‘জব উই মেট’-এর পর তাদের সম্পর্কে ভাঙন ধরে, কারণ ‘তশন’ ছবির সেটে সইফের প্রেমে পড়েন করিনা।

More Amazing Contents, Swipe Up ↑