BENGALBYTE.IN
হৃত্বিক রোশন ও সুজান খানের জুটিও বেশ নজরকাড়া ছিল বলিউডে। যদিও ২০১৪-এ বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। তারই মাঝে অভিনেত্রী কঙ্কনা রানাওয়াতের সঙ্গে হৃত্বিকের নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক কোনোদিনই স্বীকার করেননি হৃত্বিক।
নব্বইয়ের দশকে বলিউডের সেরা ত্রিকোণ প্রেম বিবেক ওবেরয়-ঐশ্বর্যা রাই-সলমন খানের। ঐশ্বর্যার অভিযোগ ছিল, সলমন নাকি তাঁকে মারধর করেছিলেন।
বলিউডের ত্রিকোণ প্রেম বলতেই প্রথমেই যাদের কথা মাথায় আসে তাঁরা হলেন বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখা।
'রাজ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই শুরু হয় ডিনো মোরিয়া ও বিপাশার প্রেমকাহিনি। ২০০২-এ ব্রেকআপের পর নায়িকা অভিনেতা জন আব্রাহামের হাত ধরে এগিয়ে যান। পরে যদিও সেটাও ভেঙে যায়। বিপাশা এখন কর্ণ সিংহ গ্রোভারের গৃহিণী।
‘চকোলেট বয়’ শাহিদ কপূরের সাথে বেবোর প্রেমের গুঞ্জন বহুদিন পর্যন্ত বেশ তরতাজা ছিল। ‘ফিদা’ ছবিতে তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছিল। যদিও ‘জব উই মেট’-এর পর তাদের সম্পর্কে ভাঙন ধরে, কারণ ‘তশন’ ছবির সেটে সইফের প্রেমে পড়েন করিনা।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑