আবার ক্যামেরার পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।

BENGALBYTE.IN

দেড় বছর পর Comeback

প্রায় দেড় বছর পর টিভির ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন ‘কি করে বলবো তোমায়’ এর রাধিকা

এবার একটু ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে

জি বাংলার (Zee Bangla) আসন্ন এই সিরিয়ালের চরিত্রটি আর ৫ জন নায়িকার চরিত্র থেকে একেবারেই আলাদা।

Ventriloquist এর চরিত্রে

সিরিয়ালে স্বস্তিকা একজন Ventriloquist এর চরিত্রে অভিনয় করবেন।

চরিত্রটি অভিনেত্রীর পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং

বাংলা সিরিয়াল তো দূর, হিন্দি সিরিয়ালেও কখনও এমন চরিত্রের দেখা মেলেনি এ পর্যন্ত।

ভেন্ট্রিলোকুইজম হল একটা আর্টফর্ম।

উক্ত আর্টফর্মে মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে নিয়ে কথা বলতে হয়। এক্ষেত্রে শিল্পীরা নিজেদের গলার স্বর পরিবর্তন করে এমন ভাবে কথা বলেন যেন মনে হয় তিনি নয়, কথা বলছে তার হাতের পুতুলটি।

স্বস্তিকার বিপরীতে কে!

সিরিয়ালে তার বিপরীতে অভিনয় করবেন ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত শুভঙ্কর সাহা।

১৬ এবং ১৭ই নভেম্বর এই সিরিয়ালের প্রোমো শুটিং

বাবু বনিক, শশী সুমিত প্রোডাকশনে আসছে এই নতুন সিরিয়াল। ডিসেম্বর মাস থেকেই স্বস্তিকা-শুভঙ্করের নতুন মেগা সিরিয়ালের যাত্রা শুরু হবে টেলিভিশনের পর্দায়।

More Amazing Contents, Swipe Up ↑