BENGALBYTE.IN
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে , সঙ্গে নাম জড়ায় বলিউড অভিনেত্রী জ্যাকলিনেরও।
জ্যাকলিনকে গ্রেফতার করার পর থেকে ইডি দফায় দফায় জেরা করেছে তাঁকে। তখন থেকেই অভিনেত্রী জামিনের আবেদন করছেন।
জ্যাকলিন দাবি করেন, এই কেলেঙ্কারির সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। শেষ পর্যন্ত সেই মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী।
এই কেলেঙ্কারির সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নেই বলে আইনজীবী মারফত আদালতে জানিয়েছিলেন জেলবন্দি সুকেশ।
দিল্লির বিশেষ আদালতের বিচারক শৈলেন্দ্র মালিক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জ্যাকলিনের জামিনের আবেদন মঞ্জুর করেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑