মধ্যরাতে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী

BENGALBYTE.IN

শুভশ্রীর ৩২ তম জন্মদিন

স্ত্রী শুভশ্রীর ৩২ তম জন্মদিনে মধ্যরাতে কেক কেটে সেলিব্রেট করলেন রাজ চক্রবর্তী।

"শুভ জন্মদিন প্রিয়তমা"

গতকাল মধ্যরাতে কেক কাটার ভিডিও নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন টলিউড পরিচালকও ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন প্রিয়তমা"।

সঙ্গে রয়েছেন বেশ কিছু বন্ধু ও আত্মীয়

ভিডিওতে দেখা গেছে ড্রয়িং রুমে টেবিলের সামনে বসে শুভশ্রী। পরনে কালো টপ। আর শুভশ্রীর সামনে কেক ও সঙ্গে রয়েছেন বেশ কিছু বন্ধু ও আত্মীয়।

অভিনয় জগতে প্রবেশ

'বাজিমাত' ছবি দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের।

ছবিতে অন্য ধরনের চরিত্রে

সম্প্রতি 'বৌদি ক্যান্টিন', 'ধর্মযুদ্ধ' এবং 'বিসমিল্লা'-র মতো ছবিতে অন্য ধরনের চরিত্রেও দেখা গেছে রাজ পত্নীকে।

অনুগামীদের শুভেচ্ছাবার্তা

অভিনেত্রীর জন্মদিনের ভিডিওর কমেন্ট বক্স ভরে গেছে অনুগামীদের শুভেচ্ছাবার্তায়। অনেকেই লিখেছেন, 'শুভ জন্মদিন প্রিয় অভিনেত্রী'; কেউ বলেছেন, 'এমন সুখের দাম্পত্য জীবন সুখের হোক'।

More Amazing Contents, Swipe Up ↑