মধু'র এই দশ টি গুণ আগে জানতেন কি ?

BENGALBYTE.IN

ওজন কমাতে

নিয়মিত মধু খেলে পাকস্থলীতে বাড়তি গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ মস্তিষ্কের সুগার লেভেল বাড়িয়ে দেয়। তার ফলে মেদ কমানোর হরমোন নিঃসরণের জন্য বেশি মাত্রায় চাপ সৃষ্টি করে ফলে মেদ কমে যায়।

অনিদ্রায়

অনিদ্রার জন্য খুব ভালো ওষুধ হল মধু। রাতে নিয়ম করে মধু খেলে গভীর ঘুম হয়।

কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া নিরাময়ে

মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্স কোষ্ঠকাঠিন্য দূর করে।মধু ডায়রিয়া প্রতিরোধ করতে ও সাহায্য করে। তাই যাঁদের আমাশা, ডায়রিয়া বা পেট খারাপের প্রবণতা আছে তাঁরা নিয়মিত মধু সেবন করতে পারেন।

পাকস্থলীর সুস্থতায় 

মধু খেলে পাকস্থলীর কাজ জোরালো হয় যেহেতু এটি হজমে সাহায্য করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যসিড ক্ষরণ কমিয়ে দেয় যার ফলে পাকস্থলীর কাজ ভালো হয়।

বুদ্ধি বাড়ে

মধু যে শুধু আপনার কায়িক শক্তি বাড়ায়, তা নয়। ঘুমানোর আগে এক চামচ মধু খেলে তা মস্তিষ্কের কাজ সঠিক ভাবে চালাতে সাহায্য করবে এবং এর ফলে আপনার মস্তিষ্কের কার্য ক্ষমতা বৃদ্ধি পাবে ও বুদ্ধির জোর বাড়বে।

রক্ত ও রক্তনালী পরিষ্কার করে

মধু নিয়মিত খেলে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হয়; সেখানে দূষিত কোনো পদার্থ যা স্বাস্থ্য হানির কারণ তা জমতে পারে না। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।

রক্ত উৎপাদনে

রক্ত উৎপাদনকারী উপকরণ হল আয়রন আর এই আয়রন প্রচুর পরিমাণে রয়েছে মধুতে। ফলে শরীরে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা-সহ রক্তের নানান উপাদানগুলি গড়ে তুলতে সাহায্য করে মধু।

কোলেস্টেরলের ক্ষেত্রে

মধু রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০% পর্যন্ত কমিয়ে দেয় যার এর অর্থ হল হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশে কমে যাওয়া।

যৌন দুর্বলতায়

পুরুষদের যৌন সমস্যা ও মধু এক কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এ ক্ষেত্রে নিয়মিত সেবন করলে পুরুষেরা সুফল অবশ্যই পাবেন   

রূপচর্চায় এবং তারুণ্য ধরে রাখতে

মধু এমন একটি উপাদান যাতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বল রং, টানটান ভাব ধরে রাখে যার ফলে রিঙ্কেল পড়ে না ও তারুণ্য বহুদিন ধরে বজায় থাকে। 

More Amazing Contents, Swipe Up ↑