মুখের বলিরেখা দূর করতে ঘরোয়া উপায় 

BENGALBYTE.IN

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে ত্বকের উপর লাগিয়ে নিন। সপ্তাহে এক-দু’বার লাগালে  ফাইনলাইনস দূর হবে। ত্বক আগের মতো টানটান হয়ো উঠবে

অ্যালোভেরা

একচামচ অ্যালোভেরা জেল ও একটি ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিয়ে সেটি মুখে ভালো করে ম্যাসাজ করে নিন।সপ্তাহে দু বার এই মিশ্রণটি লাগালে সুফল পাবেন।

পেঁপে এবং কলা

কয়েক টুকরো পাকা পেঁপে ও অর্ধেক পাকা কলা একসঙ্গে মিশিয়ে নিয়ে    ঘন পেস্ট তৈরি করে নিন এবং ত্বকের যে অংশ বলিরেখা রয়েছে সেকানে প্যাকটি লাগিয়ে নিন।১৫-২০ মিনিট রাখার পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা মুক্ত হবে ও ত্বকের তারুণ্য বজায় থাকবে।  

হলুদ গুঁড়ো এবং আখের রস

হলুদ গুঁড়ো এবং আখের রস একসঙ্গে মিশিয়ে ঘন এবং মসৃণ মিশ্রণ তৈরি করে তা মুখে  ১০-১২ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।হলুদ এবং আখের রসের  মধ্যে উপস্থিত উপাদানগুলি বলিরেখা দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

নারকেল তেল 

• চোখ, ঠোঁটের চারপাশে ও গলায় ভালো করে নারকেল তেল আলতো হাতে মালিশ করে নিন। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টিক্লকওয়াইজ ম্যাসাজ করে রেখে দিন সারারাত। পরদিন সকালে উঠে জল দিয়ে মুখ ধুয়ে নিন।

More Amazing Contents, Swipe Up ↑