BENGALBYTE.IN
সকালে নিজের জন্য ৫ মিনিট বের করে নিন।
যার জেরে সময়ের আগেই জোরালো হতে থাকে বার্ধক্যের লক্ষণ।
চোখের নীচে কালি পড়ে যায়, কপালে ভাঁজ পড়তে শুরু করে, চামড়া কুঁচকে যায়।
প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক মালিশ করলে, ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
পেঁপের মধ্যে ভিটামিন সি, এ, ফোলেট, পটাশিয়াম ও ফাইবার রয়েছে। পাকা পেঁপে খেলে যেমন স্বাস্থ্যের উপকার হয়, তেমনই মুখে মাখলে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যায়।
ত্বক ও চুলের পরিচর্চায় নারকেল তেলের জুড়ি মেলা ভার। ত্বকের উপর নারকেল তেল মাখলে এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
মধুর মতো কার্যকর উপাদান খুব কম আছে। আবার তার সাথে হলুদ মিশলে কার্যকারিতাও বেড়ে যায়। এক চামচ মধুতে এক চিমটে হলুদ মিশিয়ে মাখুন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑