জেল্লা বাড়াতে নিজের জন্য ৫ মিনিট বের করে নিন

BENGALBYTE.IN

ত্বক পরিচর্চা‌র সময় নেই?

সকালে নিজের জন্য ৫ মিনিট বের করে নিন।

ব্যস্ত জীবনে নিজের খেয়াল রাখতে ভুলে যান বেশিরভাগ মহিলা।

যার জেরে সময়ের আগেই জোরালো হতে থাকে বার্ধক্যের লক্ষণ।

যত্ন নিয়ে খুব বেশি আটকানো যায় না এই ত্বকের সমস্যাগুলো, যেমন :

চোখের নীচে কালি পড়ে যায়, কপালে ভাঁজ পড়তে শুরু করে, চামড়া কুঁচকে যায়।

জেল্লা বাড়াতে প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক মালিশ করতে হবে।

প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক মালিশ করলে, ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

পাকা পেঁপে

পেঁপের মধ্যে ভিটামিন সি, এ, ফোলেট, পটাশিয়াম ও ফাইবার রয়েছে। পাকা পেঁপে খেলে যেমন স্বাস্থ্যের উপকার হয়, তেমনই মুখে মাখলে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যায়।

নারকেল তেল

ত্বক ও চুলের পরিচর্চায় নারকেল তেলের জুড়ি মেলা ভার। ত্বকের উপর নারকেল তেল মাখলে এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

মধু

মধুর মতো কার্যকর উপাদান খুব কম আছে। আবার তার সাথে হলুদ মিশলে কার্যকারিতাও বেড়ে যায়। এক চামচ মধুতে এক চিমটে হলুদ মিশিয়ে মাখুন।

More Amazing Contents, Swipe Up ↑