ব্রহ্মাস্ত্র’র সাফল্যের দ্বিতীয় ভাগ নিয়ে উৎসাহিত দর্শক

BENGALBYTE.IN

২০২২-এর শেষের দিকে মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’।

বক্স অফিসে বেশ ভাল ব্যবসাও করেছিল ছবি টি।

ব্রহ্মাস্ত্র’র প্রথম ভাগের সাফল্যের পর থেকে দ্বিতীয় ছবি নিয়ে উৎসাহিত দর্শক ও অনুরাগীরা।

প্রায় সাত বছর ধরে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন অয়ন মুখোপাধ্যায়।

‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু– দেব’ নিয়ে মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

২০২৫ সাল নাগাদ মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি।

অয়নের আশ্বাস,

‘‘দ্বিতীয় ছবির জন্য আমরা ১০ বছর সময় লাগাব না। ১০ বছর পরে দ্বিতীয় ভাগ মুক্তি পেলে আর কেউ সেই ছবি দেখবেনই না।’’

‘দেব’-এর ভূমিকায় অভিনয় করবেন কে?

এই প্রশ্নের উত্তর এখনও খোলসা করেননি অয়ন। তাঁর দাবি, সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

More Amazing Contents, Swipe Up ↑