আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২

BENGALBYTE.IN

২০২২ এর ভেন্যু অস্ট্রেলিয়া

টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টটি প্রথমে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা ২০২২ পর্যন্ত স্থগিত করা হয়। ২০২০ সালের আগস্ট মাসে আইসিসি ২০২২ সালের টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে

টি টোয়েন্টি বিশ্বকাপের খুঁটিনাটি

টি২০ বিশ্বকাপ ২০২২ টুর্নামেন্ট টি চলবে ১৬ অক্টোবর ২০২২ – ১৩ নভেম্বর অবধি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার ধরন হল দ্বৈত গ্রুপ;  রাউন্ড রবিন ও নকআউট। এই টুর্নামেন্টে মোট খেলার সংখ্যা হল ৪৫

দল ঘোষণা

২০২২ সালের ২২ সেপ্টেম্বরের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দল নিজেদের প্রাথমিক সদস্য তালিকা ঘোষণা করে।২০২২ সালের ১ সেপ্টেম্বর প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া নিজেদের দল ঘোষণা করে।

মোট দলের সংখ্যা

২০২২ সালের t-20 বিশ্বকাপে মোট দল/দেশ ১৬টি, এর মধ্যে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে মোট ৮টি দল : ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এবং নিউজিল্যান্ড ।

বাছাই পর্বের অংশগ্রহণকারী কারী বাকি ৮টি দল

• উক্ত দলের সাথে যোগ দিবে বাছাই পর্বের অংশগ্রহণকারী কারী বাকি ৮টি দল ; শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ওমান, স্কটল্যান্ড, এবং জিম্বাবুয়ে ।

মূল পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে কারা ?

• বাছাই পর্বে থেকে মূল পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে মোট ৪টি দল । সর্বমোট ১২ টি দল নিয়ে এবারে ICC T20 World Cup 2022 মূল পর্বের খেলা শুরু হবে । আর এর মূল পর্বের রাউন্ডকে আইসিসি নাম দিয়েছে সুপার টুয়েল্ভ ।

অস্ট্রেলিয়ায় যেসব স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে

আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় যেসব স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে সেগুলি হল কার্ডিনিয়া পার্ক (স্টেডিয়াম), বেলেরিভ ওভাল, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, পার্থ স্টেডিয়াম, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল

টি টোয়েন্টি তে ভারত ও বাংলাদেশের সর্বশেষ স্কোর

গ্রুপ টু বিভাগে ২৭ শে অক্টোবরে অবধি দু টি খেলা খেলে ভারতের পয়েন্ট চার এবং বাংলাদেশের পয়েন্ট দুই

সেমিফাইনাল ও ফাইনালের নির্ঘণ্ট

৯ ও ১০ ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব ভারতীয় সময় দুপুর দুটোতে এবং ১৩ ই নভেম্বর ওই একই সময়ে অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টের ফাইনাল পর্ব

More Amazing Contents, Swipe Up ↑