BENGALBYTE.IN
কেশপুরের মহেশখালি গ্রামে সকলের প্রিয় অভিনেতা দেব জন্মগ্রহণ করেন ; তবে চন্দ্রকোনায় বেসিরভাগ সময় তার মামার বাড়িতে শৈশব কাটান।
দীপক অধিকারী অর্থ দেব ২৫ শে ডিসেম্বর, ১৯৮২..বর্তমান বয়স ৩৯ বছর
দেবের উচ্চতা ১৮৫ সেন্টিমিটারমিটার,ওজন ৮০ কেজি,শারীরিক পরিমাপ ৪৪-৩৩-১৫, বুকের আকার~৪০ ইঞ্চ, কোমরের মাপ ৩৪ ইঞ্চ,বাইসেপ সাইজ ১৬ ইঞ্চ, চোখের রঙ গাঢ় বাদামী, চুলের রঙ কালো
বাংলা সিনেমা জগতে কাজ করার পাশাপাশি অভিনেতা দেব লোকসভা পার্লামেন্টর একজন সদস্য। ২০১৪ সালে তিনি রাজনীতিতে যোগদেন । ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে ঘাটাল থেকে ভোটে দাঁড়ান এবং প্রচুর ভোটে জয় লাভ করেন।
বর্তমানে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র।
দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল দেব এবং শুভশ্রী গাঙ্গুলীর কিন্তু মনোমালিন্যের কারণে তাদের দুইজনের সম্পর্কে চিড় ধরে।
চিকেন বিরিয়ানি দেবের প্রিয় খাবার।
সূত্র মারফত জানা গেছে, এই অভিনেতার সম্পত্তির পরিমাণ ২ থেকে ৫ মিলিয়ন ডলার।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑