BENGALBYTE.IN
নেটিজনদের ঘাড় ফেরানোর অবসর কই! একের পর এক বোল্ড অবতারে হাজির থাকেন ঋতু।
একসময় নিজের অনবদ্য অভিনয়শৈলী এবং সৌন্দর্যে সকলকে মাতোয়ারা করে তুলে রেখেছিলেন এই অভিনেত্রী।
নব্বই-এর দশকের এই মনোহরার নাম এখনও টলিপাড়ার অনুরাগীদের মুখে মুখে ঘুড়ে বেড়াচ্ছে।
ঋতুপর্ণা সেনগুপ্তা এবার বরাবরের ওয়েস্টার্নকে বিদায় দিয়ে ইন্ডিয়ান লুক দিয়ে ঝড় তুলেছেন নেটপাড়ায়
সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ থাকেন অভিনেত্রী। অনবরত বিভিন্ন লুক শেয়ার করতে থাকেন ইনস্টাগ্রামে
পরে আছেন ডিপ খয়েরী রঙের শাড়ি সাথে অফ-হোয়াইট স্লিভলেস ব্লাউজ। কানে দুলছে ব্ল্যাক অক্সিডাইজড ঝুমকো। পিঠ ভরতি এলো চুলে বেশ ঝলমলে লাগছে টলি মহারানীকে।
এখন হাফ সেঞ্চুরির গায়ে বয়স তাঁর। তাও ফটোশ্যুট গুলিতে এখনো ঝাঁ চকচকে সুন্দরী অভিনেত্রী। আসলে কি বলুন তো, অভিনেতার শরীরের বয়স হয় কিন্তু মনের বয়স বোধ হয়, হয় না।
বেগুনী রঙের মটকা সিল্কের উপর হাতে বোনা জামদানি কাজের শাড়ি পরেছেন নায়িকা। শাড়িটি খুবই হালকা ও দেখতেও এলিগেন্ট।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑