BENGALBYTE.IN
অভিনেত্রী মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন। কয়েকদিনের আলাপেই তাঁরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন । 'চ্যামপিয়ন' ছবির সেটেই দুজনের মধ্যে প্রেমালাপ শুরু হয় তাঁদের ছেলে অভিমুন্য, ওরফে ঝিনুক।
ষোল বছর বয়সের এই বিবাহ অবশেষে বিচ্ছেদে পরিণত হয় । ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজের সাথে শ্রাবন্তী বিবাহবন্ধনে আবদ্ধ হন । পেশায় একজন মডেল কৃষাণের সাথে শ্রাবন্তীর আলাপ হয় জিমে ।
কয়েক মাসের মধ্যে বিচ্ছেদের আবেদন নিয়ে অভিনেত্রী আদালতের দ্বারস্থ হন। ২০১৯ সালের শুরুর দিকেই কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স সম্পন্ন হয় ।
কৃষাণের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেন শ্রাবন্তী ।পাঞ্জাবী পরিবারের ছেলে, রোশনের সাথে শ্রাবন্তীর আলাপ হয় তাঁর ভগ্নিপতির সুবাদে।
সাম্প্রতিক কালে তৃতীয় বিয়ে ভাঙার জল্পনার মধ্যে আবারো সংবাদের শিরোনামে উঠে এল শ্রাবন্তীর নাম । খাতায় কলমে রোশানের সাথে এখনও বিবাহ বিচ্ছেদ না হলেও বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে।
ইদানীংকালে গুঞ্জন শোনা যাচ্ছে শ্রাবন্তীর এই তৃতীয় বিবাহ বিচ্ছেদের মধ্যেই নাকি তাঁর জীবনে এসেছে আরেক নতুন প্রেম।
ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে শ্রাবন্তীর প্রেমের খবর আজকাল টলিপাড়ার অলিগলিতে ছেয়ে গেছে । এখন একমাত্র সময়ই করতে পারবে সত্যতার যাচাই !!
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑