BENGALBYTE.IN
কিছুটা অ্যাডভেঞ্চারের পরশ পেতে এবং মখমলের মতো সবুজ গালিচার ওপর দুদণ্ড সময় কাটাতে ইচ্ছে করলে অরুণাচল ই হবে আপনার সর্বোত্তম গন্তব্যস্থান। দেখে নেওয়া যাক অরুণাচল প্রদেশে কোথায় যাবেন আর কী করবেন
গুদপি এবং চং চুগমী পর্বতমালার বুকের মধ্যে অবস্থিত তাওয়াং এলাকাটি। গালদেন নামগে লাহত্সে বা তাওয়াং গুম্ফা ভারতবর্ষের বৃহত্তম এবং সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গুম্ফা
ভারতবর্ষ এবং চিনদেশের সীমান্তবর্তী এই অঞ্চলটিতে রয়েছে যশওয়ানত গড়, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, ব্রহ্মা-দুং-চুং, মাধুরী লেক, পাঙ্গাতেনগ সো লেক এবং আরও অনেক কিছু। বাপ টেং কাঙ এবং নুরানাঙ জলপ্রপাতের শোভা অবর্ণনীয়
অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য জিরো তে পাবেন অসাধারণ সব ট্রেকিংয়ের পথ। এখানে রয়েছে তাললে ভ্যালি, তাললে বন্যপ্রাণী অভয়ারণ্য, বন্যপ্রাণীতে ঘেরা কার্ডো পাহাড়। উপর থেকে সমগ্র জিরো ভ্যালিটিকে পর্যবেক্ষণ করতে চাই চলে যান জিরো পুটু পয়েন্টে।
অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম । সাংস্কৃতিক দিক থেকে অরুণাচল প্রদেশকে সঠিকভাবে চিনতে হলে ইটানগর না গেলেই নয়। এর কেন্দ্র থেকে মাত্র ৬ কিমি দূরে রয়েছে ঐতিহ্যমণ্ডিত গঙ্গা লেক (গ্যাকার সিনবী) , এক জনপ্রিয় পিকনিক স্পট।
দিব্যাং নদীর তীরে অবস্থিত ছবির মতন এই নয়নাভিরাম উপত্যকাটি আপনার ভিতরের শিল্পী সত্তাকে জাগ্রত করে তুলতে বাধ্য। ফটোগ্রাফিতে যাদের নেশা আছে তাদের অবশ্যই আসতে হবে এখানে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑