BENGALBYTE.IN
বিশেষজ্ঞদের মতে চুলের ডগা ফাটার সমস্যা চুলে পরিমাণমতো ময়েশ্চার বা আর্দ্রতা না পৌঁছানোর জন্যই হয়ে থাকে
তবে যদি সঠিক ভাবে চুলের পরিচর্যায় নেয়া যায় তাহলে চুলের ডগার ফেটে যাওয়ার অংশটি কেটে দিতে আর হবে না
চুল ভেজা থাকলে খুব সাবধানে তাতে হাত দেবেন ও ভেজা চুলে চিরুনি না চালানোই ভালো ।
স্নান করার পরে পাতলা সুতির রুমাল বা কাপড় চুলের ওপর জড়িয়ে রাখবেন ; এর ফলে ভেজা চুলে আঘাত কম লাগে
একান্তই যদি ভেজা চুল আঁচড়ানোর প্রয়োজন পড়ে তবে বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করে চুল আঁচড়াতে পারেন
যদি সম্ভব হয় যতবারই চুল ধোবেন ততবারই চুলে কন্ডিশনার লাগান; এতে চুল মোলায়েম থাকবে এবং ডগা ফাটার প্রবণতা কম হবে
সপ্তাহে একদিন চুলে যেকোনো প্রকারের একটি মাস্ক ব্যবহার করুন আপনার চুলের ধরন অনুসারে
হেয়ার ড্রায়ার, ব্লোয়ার বা স্ট্রেটনার~ এ ধরনের মেশিন যত কম পারেন ব্যবহার করুন কারণ এই মেশিনগুলির অত্যধিক ব্যবহার চুল নষ্ট করে দিতে পারে
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑