ভাগ্য ফেরাবে অ্যালোভেরা

BENGALBYTE.IN

গাছের গুণাগুণ

পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আর তাই বাড়িতে কিছু না কিছু গাছ অবশ্যই লাগাবেন। ফল, ফুলের গাছ এখন অনেক বাড়িতেই থাকে।

ইনডোর প্ল্যান্ট

কোভিড পরবর্তী কালে বাড়িতে ইন্ডোর প্ল্যান্ট লাগানোর চল অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে। ঘরের ভেতর বা বাড়ির উঠোনের চারিদিকে সবুজের ছোঁয়া দেখতেও ভালো লাগে।

অদ্বিতীয় অ্যালোভেরা

এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যালোভেরা । অ্যালোভেরা জেল কেবলমাত্র আমাদের ত্বক এবং চুল ভালো রাখতে সাহায্য করে তাই নয় ; বাস্তু মেনে এই গাছ লাগাতে পারলে ভাগ্য ফিরবে।

অ্যালোভেরা গাছ লাগাব সঠিক দিক

যত্রতত্র অ্যালোভেরা গাছ লাগিয়ে ফেললেই যে কাজ হবে এমন কিন্তু নয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে অ্যালোভেরা গাছকে সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে লাগাতে হবে।

অ্যালোভেরা গাছের পরিচর্যা

অ্যালোভেরা গাছটির পরিচর্চার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে কোন বড় গাছ দ্বারা এই গাছ আড়াল না হয় অর্থাৎ এই গাছের উপরে সূর্যের আলো যেন সুন্দরভাবে পড়ে।

ভাগ্য ফেরাতে অ্যালোভেরা

এই গাছে মেপে জল দিতে হয়। কড়া রোদও আবার সহ্য করতে পারে না অ্যালোভেরা গাছ। ব্যালকনিতে রাখলে সবচেয়ে ভাল। আর্থিক ভাগ্য সুপ্রসন্ন হবে

More Amazing Contents, Swipe Up ↑