BENGALBYTE.IN
জয়সলমেরে গাঁটছড়া বেঁধে দিল্লির পথে রওনা দিলেন সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণী। বৃহস্পতিবার রিসেপশনের পার্টি তে নববধূ কিয়ারার হাতেছিল চুড়ো, গলায় মঙ্গলসূত্রের সঙ্গে সাধারণ পোশাক
কিয়ারার পাশে তাঁকে জড়িয়ে রেখেছেন স্বামী সিদ্ধার্থ। মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী,সূর্যগড় প্রাসাদে জমকালো পোশাকে সাত পাকে ঘুরেছেন সিড-কিয়ারা।
প্রথম ছবি সোশ্যাল মিডিয়া তে প্রকাশ্যে আসতেই আসতেই ১ কোটি ৩৪ লক্ষ ৮ হাজার মানুষ একসঙ্গে হৃদয় এঁকে দিলেন।
মনীশ মলহোত্রের বানানো গোলাপি লেহঙ্গায় অনন্যা হয়ে উঠেছিলেন কিয়ারা। সঙ্গে বড় বড় পান্নার কাজ করা হিরের ভারী নেকলেস।বিয়ের দিন সিদ্ধার্থ পরেছিলেন আইভরি শেরওয়ানি।
বিয়ের দিনের সাজের পর একেবারে ঘরোয়া পোশাকে দেখা গেল দম্পতিকে। গলায় মঙ্গলসূত্র, লাল সালোয়ার কামিজেও কিয়ারাকে দেখে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। পাশে সিদ্ধার্থও রং মিলিয়ে পাঞ্জাবি পরেছিলেন। গলায় ছিল হাতের কাজ করা রঙিন ওড়না। সে ভাবেই শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন তাঁরা।
সিড-কিয়ারার রিসেপশনও হল একেবারে চেনা গণ্ডিতে। শুধুমাত্র বলিউড সতীর্থরাই ছিলেন সেখানে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑