বক্স অফিসে কামাল দেখাচ্ছে এই দক্ষিণী ছবিগুলো

BENGALBYTE.IN

সুবর্ণ সুন্দরী

গত ৩রা ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছে।

রান বেবি রান

গত ৩রা ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরজে বালাজি এবং ঐশ্বরিয়া রাজেশ। পরিচালনা করেছেন জিন কৃষ্ণকুমার।

অ্যামিগোস

গত ১০ই ফেব্রুয়ারি পরিচালক রাজেন্দ্র রেড্ডির এই ছবিটি মুক্তি পেয়েছে বড় পর্দায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে নন্দমুরি কল্যাণরাম ও আশিকা রঙ্গনাথকে।

শকুন্তলম

গত ১৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। সামান্থা রুথ প্রভু ও দেব মোহন অভিনীত এই ছবির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন গুণশেখর।

স্যার

এই ছবির জন্য ফের অ্যাকশন ছবিতে দেখা গিয়েছে ধনুশকে। ১৭ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছে।

নানি ৩০

সুপারস্টার নানীকে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই ছবিতে। তার বিপরীতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে। পরিচালক শৌর্যূভের এই ছবিটি মুক্তি পেয়েছে ২০ শে ফেব্রুয়ারির দিন।

More Amazing Contents, Swipe Up ↑