কেমন আছেন অভিনেতা প্রিয়াংশু?

BENGALBYTE.IN

বলিউড জগতে মাত্র কয়েকটা সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াংশু।

তাতেই জায়গা করে নিয়েছেন সাধারণের মনে।

২০০১ সালে ‘তুম বিন’ ছবির হাত ধরে বলিউড জগতে পা রেখেছিলেন অভিনেতা।

অভিনেত্রী সানদালি সিনহার সঙ্গে জুটি বেঁধে রূপলি পর্দায় ধরা দিয়েছিলেন প্রিয়াংশু চ্যাটার্জী।

বলিউডের বেশ কয়েকটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন প্রিয়াংশু

‘আপকো পেহেলে ভি কাহি দেখা হ্যা’, ‘দিল কা রিস্তা’, ‘পিঞ্জর’, ‘ওহ’, ‘জুলি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এরপরই রাতারাতি বলিউড জগত থেকে উধাও হয়ে যান তিনি।

শেষবার প্রিয়াংশুকে দেখা গিয়েছে ২০২২ সালে মুক্তি পাওয়া একটি বাংলা ছবিতে।

বলিউডে সেভাবে অভিনেতাকে দেখা না গেলেও টলিউডে কিন্তু চুটিয়ে অভিনয় করছেন প্রিয়াংশু চ্যাটার্জী।

বর্তমানে প্রিয়াংশুর হাতে কোনো কাজ নেই,

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, যে ধরনের চরিত্রে তিনি কাজ করতে ভালোবাসেন সে ধরনের কোন কাজ এখন তার কাছে আসছে না। আর সেই কারণেই বর্তমানে অভিনয় জগতে দেখা যাচ্ছে না প্রিয়াংশু চ্যাটার্জিকে।

More Amazing Contents, Swipe Up ↑