BENGALBYTE.IN
তাতেই জায়গা করে নিয়েছেন সাধারণের মনে।
অভিনেত্রী সানদালি সিনহার সঙ্গে জুটি বেঁধে রূপলি পর্দায় ধরা দিয়েছিলেন প্রিয়াংশু চ্যাটার্জী।
‘আপকো পেহেলে ভি কাহি দেখা হ্যা’, ‘দিল কা রিস্তা’, ‘পিঞ্জর’, ‘ওহ’, ‘জুলি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এরপরই রাতারাতি বলিউড জগত থেকে উধাও হয়ে যান তিনি।
বলিউডে সেভাবে অভিনেতাকে দেখা না গেলেও টলিউডে কিন্তু চুটিয়ে অভিনয় করছেন প্রিয়াংশু চ্যাটার্জী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, যে ধরনের চরিত্রে তিনি কাজ করতে ভালোবাসেন সে ধরনের কোন কাজ এখন তার কাছে আসছে না। আর সেই কারণেই বর্তমানে অভিনয় জগতে দেখা যাচ্ছে না প্রিয়াংশু চ্যাটার্জিকে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑