সৌরভ গাঙ্গুলীর কাঁধে এখন নতুন দায়িত্ব

BENGALBYTE.IN

টি২০-তে একসঙ্গে চার দলের দায়িত্ব!

দিল্লি ছাড়া বাকি তিন দলকে কী ভাবে সামলাচ্ছেন সৌরভ?

আইপিএলে আবার বড় দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ কে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ করেছে দিল্লি ক্যাপিটালস। শুধু আইপিএল নয়, দিল্লি ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি দলের দায়িত্বে রয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি

ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ।

মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, দক্ষিণ আফ্রিকা টি২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালস ও আন্তর্জাতিক টি২০ লিগে দুবাই ক্যাপিটালসেরও ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ। দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ ও মহিলাদের আইপিএলে নিজের কাজ শুরু করে দিয়েছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের শিবিরেও যোগ দিয়েছেন

এ বারও সৌরভ চান, দল ভাল খেলুক।

নতুন দায়িত্ব পাওয়ার সৌরভ বলেছেন, ‘‘দিল্লিতে ফিরে ভাল লাগছে। গত কয়েক মাসে প্রিটোরিয়া ও মহিলাদের দলের সঙ্গে সময় কাটিয়েছি। এ বার আমি আইপিএলের দিকে নজর দিয়েছি। এর আগে আমি যখন দিল্লি দলে ছিলাম, ওরা ভাল ফল করেছিল। এ বারেও সেই চেষ্টাই করব।’’

কলকাতায় দু’দিনের শিবির করেছে দিল্লি ক্যাপিটালস।

১৯ মার্চ থেকে দিল্লিতে শিবির শুরু হওয়ার কথা। তবে ইতিমধ্যেই দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁর কথাবার্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘দলের ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি সবাই যোগ দেবে। আশা করছি, আগামী কয়েক মাস খুব ভাল সময় কাটাব।’’

More Amazing Contents, Swipe Up ↑