কয়েক মিনিটেই কালো করুন পাকা চুল

BENGALBYTE.IN

চুল কালো করুন এক নিমেষে

কম বয়সেই পাকা চুলের সমস্যায় ভুগছেন। ক্রমশ বাড়ছে চুল পড়াও! এর থেকে মুক্তি পেতে চাইলে জেনে নিন সহজ উপায়। তবে তার জন্য দামি পার্লারে গিয়ে পয়সা খরচ নয়। আপনার ঘরেই আছে একেবারে সহজ কিছু উপাদান যা ফল দেবে রাতারাতি

চা

লিকার চা কে না খায়! তবে জানেন কী এই চা দিয়েই কালো হতে পারে আপনার চুল। কড়া করে একেবারে কালো করে চা ফুটিয়ে নিন। এর পর চুলের গোড়া থেকে শুরু করে গোটা মাথায় ভাল করে এই কালো চা মাখুন। এক ঘণ্টা পরে চুল জলে ধুয়ে নিন। শ্যাম্পু করবেন না। এভাবে টানা কয়েক দিন করলেই দূর হবে পাকা চুলের সমস্যা

ঝিঙে

ঝিঙে টুকরো করে কেটে নারকেল তেলে মিশিয়ে কয়েক দিন রোদে রাখুন। এর পর এই তেল পাকা চুলে ব্যবহার করুন। কয়েক দিনেই মুক্তি পাবেন সমস্যা থেকে চুল পড়াও কমবে।

পেঁয়াজ

একটা গোটা পেঁয়াজ ভাল করে বেটে নিয়ে গোটা চুল ও স্ক্যাল্পে মাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। টানা এভাবে মাস খানেক করুন। এতে পাকাচুল নতুন করে হবে না। চুল পড়া একদম কমবে। এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে

কারি পাতা

নারকেল তেলে কারিপাতা ফুটিয়ে নিয়ে পাকা চুলে ব্যবহার করুন। টানা মাস তিনেক ব্যবহার করলেই ফল পাবেন।

More Amazing Contents, Swipe Up ↑