বড়দিনে ঘর সাজানোর কিছু টিপস

BENGALBYTE.IN

জানলার ঠিক ওপর প্রান্তে অপেক্ষারত ক্রিসমাস

বাইরে কনকনে ঠান্ডা, অলিতে গলিতে চলছে ক্রিসমাসের সাজসজ্জার ধুম।

ক্রিসমাসে নিজের ঘরকে এই সময় মনের মতো করে সাজাতে কে না চায়।

ক্রিসমাসে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, গেট টুগেদার ,গেস্টদের ভিড় সব কিছুই কিন্তু এই বাড়িকে ঘিরে। তাই অন্দরমহলের সৌন্দর্যটাও খুবই গুরুত্ব রাখে।

সুন্দর করে সাজানো ঘর হারিয়ে যাওয়া সব ইতিবাচক চেতনা , সতেজতা এবং খুশি আবার ফিরিয়ে আনে।

ক্রিসমাস সঠিক সময়ের প্রতীক্ষায় দিন গুনছে, এর আগেই সাজিয়ে নিন নিজের ঘরকে।

ক্রিসমাস ট্রি ছাড়া ক্রিসমাস সেলিব্রেশন একদম বেমানান।

ক্রিসমাসের ঐতিহ্যবাহী ফার বা পাইনের সুগন্ধযুক্ত ক্রিসমাস ট্রি আপনার ঘরের শোভা বাড়াবে।

সত্যিকারের পাইন গাছ না পেলে বাজার থেকে কৃত্তিম গাছ আনতে পারেন।

আসল হোক বা নকল, সেই গাছ সাজানোর জন্য অর্নামেন্টাল বাক্স, গিফট বক্সেস , রিবনস , বেলস এবং চিরাচরিত স্টার্স দিয়ে ক্রিসমাস ট্রি কে সাজান। পারলে সাথে কিছু ছোটো লাইটও লাগাতে পারেন।

More Amazing Contents, Swipe Up ↑