ট্রোলড হতেই মৌনতা ভাঙলেন দীপিকা

BENGALBYTE.IN

আজকাল ট্রোলিং খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে

সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিসদের নজরে কখন যে কে খারাপ হয়ে যায় তার আগাম আভাস পাওয়া এক রকম অসম্ভব।

আপাতত নেটিজেনদের ব্যাড বুকে রয়েছেন দীপিকা পাডুকোন

বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতা ছড়ানোর এবং হিন্দু ধর্মকে অসম্মান করানোর অভিযোগ

কাতারের লুসাইল স্টেডিয়ামে দীপিকা

‘বেশরম রঙ’ বিতর্ক থেকে নজর ঘোরাতে সম্প্রতি ফিফা বিশ্বকাপ ফিনালেতে পৌঁছেছিলেন দীপিকা।

বিশ্বকাপ ট্রোফির উপর থেকে পর্দা সরান ভারতীয় এই অভিনেত্রী

প্রথম ভারতীয় হিসাবে দীপিকাই এই সুযোগ পান।

সর্বাঙ্গ ঢাকা পোশাকে সবাইকে চমকে দিয়ে মাঠে নেমেছিলেন অভিনেত্রী।

কেউ পোশাকটিকে চামড়ার ব্যাগের সঙ্গে তুলনা করেন। আবার কেউ কটাক্ষ করে বলেন, কাতার বলেই শরীর ঢাকা পোশাক পরতে বাধ্য হয়েছেন দীপিকা।

ক্রমাগত ট্রোল হয়ে শেষমেষ মুখ খোলেন অভিনেত্রী।

বিশ্বকাপে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং নিজের পোশাক নিয়ে দীপিকা একটি পোস্টের মাধ্যমে জানান, তিনি খ্যাতনামা ফরাসি ডিজাইনার লুই ভুঁটোর পোশাক পরেছেন যা খুবই সুন্দর ও আরামদায়ক ছিল ও তাঁর কাছে খুব স্পেশ্যাল।

More Amazing Contents, Swipe Up ↑