BENGALBYTE.IN
সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিসদের নজরে কখন যে কে খারাপ হয়ে যায় তার আগাম আভাস পাওয়া এক রকম অসম্ভব।
বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতা ছড়ানোর এবং হিন্দু ধর্মকে অসম্মান করানোর অভিযোগ
‘বেশরম রঙ’ বিতর্ক থেকে নজর ঘোরাতে সম্প্রতি ফিফা বিশ্বকাপ ফিনালেতে পৌঁছেছিলেন দীপিকা।
প্রথম ভারতীয় হিসাবে দীপিকাই এই সুযোগ পান।
কেউ পোশাকটিকে চামড়ার ব্যাগের সঙ্গে তুলনা করেন। আবার কেউ কটাক্ষ করে বলেন, কাতার বলেই শরীর ঢাকা পোশাক পরতে বাধ্য হয়েছেন দীপিকা।
বিশ্বকাপে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং নিজের পোশাক নিয়ে দীপিকা একটি পোস্টের মাধ্যমে জানান, তিনি খ্যাতনামা ফরাসি ডিজাইনার লুই ভুঁটোর পোশাক পরেছেন যা খুবই সুন্দর ও আরামদায়ক ছিল ও তাঁর কাছে খুব স্পেশ্যাল।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑