পুজোর কেনাকাটা শুরুর আগে বিশেষ কিছু টিপস

BENGALBYTE.IN

জামদানি শাড়ি

পুজো হোক বা অন্য অনুষ্ঠান, বাজারে জামদানি শাড়ির চাহিদা সবসময়ই থাকে।

খাঁটি জামদানি শাড়ি ওজনে হালকা হয়।

জামদানি শাড়ি আসল না নকল বোঝার জন্য প্রথমেই সেই শাড়ির ওজনের দিকে লক্ষ্য রাখুন। এটা জামদানি চেনার সব থেকে সহজ উপায়।

জামদানি উল্টো পিঠে বোনা যায় না।

তাঁতিরা জামদানি শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বোনেন। তাই সুতোর কোনও অংশই বের হয়ে থাকে না, যার কারণে সামনের ও পিছনের দিক একইরকম থাকে।

সুতোর মান যাচাই করার প্রয়োজন।

নকল জামদানিতে পলিয়েস্টার বা নাইলনের সুতো ব্যবহার করা হতে পারে।

মেশিনে বোনা শাড়ি তৈরি হয় নাইলন সুতোয়

মেশিনে বোনা শাড়িতে তাড়াতাড়িই পুরনো ভাব চলে আসে তাছাড়া পরেও আরাম পাওয়া যায় না।

More Amazing Contents, Swipe Up ↑