BENGALBYTE.IN
এই শীতের মরশুমে কমলালেবু খান আর কমলালেবুর খোসা বাটা দিয়ে ত্বকের রূপচর্চা করুন, জেনে নিন কিভাবে কি করবেন!
কমলালেবুর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই রস মুখে প্রায় আধ ঘণ্টা লাগিয়ে রেখে দিন, দেখবেন আপনার ত্বক সুন্দর হয়ে যাবে।
মালাই এর সঙ্গে মধু, কমলালেবুর খোসা গুঁড়ো মিশিয়ে দিনে দুবার ভালো করে মুখে ম্যাসাজ করতে পারেন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলতে পারেন, তাহলে ত্বক হবে মসৃণ ও সুন্দর।
অ্যালোভেরা জেলের সঙ্গে দুধ, কমলা লেবুর খোসা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রাখতে পারেন, এটি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন।
চন্দনের গুঁড়োর সঙ্গে কমলা লেবুর খোসা বাটা ও মালাইকে খুব ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রাখতে পারেন, এটি ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑