এবছর বক্স অফিসে ভালো আয় করেছে টলিউড

BENGALBYTE.IN

অভিনেতারা অভিনয়ের দিক থেকেও নজর কেড়েছেন।

এই বছর ৫ অভিনেতা নিজের অভিনয়ের দিক থেকে ছাপিয়ে গেলেন সুপারস্টারদের।

বছরের সেরা অভিনেতাদের কথা বলতে প্রথমেই নাম আসে জিতু কমলের।

‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেতাদের দৌড়ে উজান নিজের নামটা অন্তর্ভুক্ত করে ফেলেছেন।

‘রসগোল্লা’ ছবিতেও তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।

‘বল্লভপুরের রূপকথা’র রাজপুত্র সত্যম ভট্টাচার্যকে প্রায় সকলেই চেনেন।

নায়ক সুলভ না হয়েও তার সাবলীল অভিনয়ের দ্বারা দর্শকদের মুগ্ধ করে নায়ক হয়ে উঠেছেন সত্যম।

বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীও তার অভিনয় গুণে এপার বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন ।

তার ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।

সেরা অভিনেতার তালিকার সর্বশেষ নামটি হল বাঙালির প্রবাসী ফেলুদা ।

সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে ফেলুদা হিসেবে বড় পর্দায় এন্ট্রি হয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তের।

More Amazing Contents, Swipe Up ↑