BENGALBYTE.IN
বিগত দু বছর ধরে চলছে এবং এখনো পর্যন্ত নিজের দমে জায়গা ধরে রেখেছে সেরা দশের টিআরপি তালিকায়।
এই অনস্ক্রিন জুটি এখনো অনেকের পছন্দের জুটির তালিকাতেই প্রথম দিকে
সৌমিতৃষা আদৃত নাকি জুটি বেঁধে পা রাখছেন বড়পর্দায়। তাও আবার রাজ চক্রবর্তীর ছবিতে!
প্রোমোটা দেখে অনেকেই উদগ্রীব হয়ে উঠেছিলেন। মিঠাইয়ের ফিরে আসার আনন্দে খুশি হয়েছিলেন সকলেই।
গোডাউনের মধ্যে আটকা পড়ে মিঠাই পুড়ে মারা গিয়েছিল সেই গোডাউনেই আবার ফিরে এসেছে সিদ্ধার্থ। মিঠাইয়ের খুনিকে ধরতে না পারার আক্ষেপ করছে সে, হঠাৎ মিঠাই এসে দাঁড়ায় সামনে। মিঠিই মিঠাই সেজে যায় গোডাউনে।
বাংলাতেও ‘ওম শান্তি ওম’ এর রিমেক বানানো হোক। পরিচালনা করুন রাজ চক্রবর্তী এবং সেখানে অভিনয় করুন সৌমিতৃষা আর আদৃত।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑