BENGALBYTE.IN
এদিকে শীতে কোথাও ঘুরতে না গেলে গোটা বছরটাই কেমন যেন নুন ছাড়া খাবারের মতো বেস্বাদ লাগে।
কলকাতা থেকে কাছে কম খরচে ঘুরে আসার জায়গার সন্ধান রয়েছে আপনাদের জন্য।
হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে বালাসোর স্টেশনে নেমে গাড়ি বা অটো ভাড়া করে এখানে আসতে হয়।থাকার জন্য রয়েছে টেন্ট আর ছোট ছোট কটেজের ব্যবস্থা।
ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত গোপালপুর বিচ। পুরী থেকে দূরত্ব ১৭১ কিলোমিটার। গোপালপুর স্টেশনে নেমেও যেতে পারেন।নির্জনে সময় কাটানোর সেরা ঠিকানা।
ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের এই স্থানে প্রকৃতি যেন জানপ্রাণ ঢেলে দিয়েছে। ‘মেঘাটুবুরু থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায়। দেখতে পাবেন পাচেরি ঝরনা, সারান্ডার ও ফুলবাড়ি জঙ্গল, মুরগা মহাদেব মন্দির, জটেশ্বর ঝরনা ও মন্দির। হাওড়া থেকে জনশতাব্দি দিয়ে এসে নামবেন বারবিলে। সেখানে সবটা ঘুরে দেখা সম্ভব।
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনবদ্য ঠিকানা। শীতে লেকের জলে থাকে পরিযায়ী পাখিরা। বড়ন্তির এক দিকে বিহারিনাথ পাহাড় আর অন্যদিকে পাঞ্চেত ড্যাম। কাছেই গড়পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড়। অনায়াসে ঘুরে আসতে পারেন কল্যাণেশ্বরী মন্দির, মাইথন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑