BENGALBYTE.IN
বলিউডের এবং টলিউডের স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল ১৯৮৪ সালের ১২ই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নিলেও বেড়ে ওঠেন রাজস্থানে।
মাত্র ছয় বছর বয়স থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর প্রশিক্ষণ আরম্ভ হয়ে যায় । দীর্ঘ আঠারো মাস শ্রেয়া ঘোষাল কল্যাণজি ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরবর্তীকালে মুম্বাইতে মুক্তা ভিডের কাছে নিজের তালিম অব্যাহত রাখেন।
১লা জানুয়ারি ১৯৯৮ সালে শিল্পী প্রথমবারের জন্য প্লেব্যাক গান করেন এবং এর পরবর্তী কাল থেকেই সম্পূর্ণভাবে গায়িকা গানের জগতেই চলে আসেন
শ্রেয়া ঘোষাল ২০টার থেকেও বেশি ভাষায় প্রায় ২৪০৫টি গান গেয়েছেন যার মধ্যে ১১০০ থেকেও বেশি গান শুধুমাত্র হিন্দি ভাষাতেই তিনি গেয়েছেন
চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার , চারটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার পুরস্কার ও দশটি ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিতা শ্রেয়া ঘোষাল হিন্দি চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা হয়ে উঠেছেন
বিশ্ববিখ্যাত এই গায়িকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 25 মিলিয়ন ডলার বা 182 কোটি টাকা।
প্রতি গান পিছু শ্রেয়া ঘোষাল বর্তমানে ২০-২৫ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে নেন। ব্র্যান্ড ও লাইভ শো থেকে তিনি প্রতি মাসে ১ কোটি টাকার ও বেশি আয় করেন । শ্রেয়া ঘোষালের বার্ষিক আয় প্রায় 12 কোটি টাকার বেশি
শ্রেয়া ঘোষাল নিজের স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সাথে যিনি পেশায় একজন ব্যবসায়ী মুম্বাইয়ের এক অতি বিলাসবহুল বাড়িতে থাকেন। BMW, Mercedes C Class এর মতন অতি মূল্যবান গাড়ি রয়েছে শ্রেয়ার গ্যারাজে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑