BENGALBYTE.IN
দেবদাস' ছবিতে শাহরুখ ঐশ্বর্যের সেই অসাধারণ কেমিস্ট্রি কেউ কি ভুলতে পেরেছে? এছাড়াও 'মোহাব্বাতে 'ছবিটিতে এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি সবাই উপভোগ করেছিল
নায়িকা দীপিকা পাড়ুকোন ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম ছবি , 'ওম শান্তি ওম"এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন যা সুপার ডুপার হিট সাব্যস্ত হয়েছিল। ছবি 'হ্যাপি নিউ ইয়ার 'এবং 'চেন্নাই এক্সপ্রেস' এও এই হিট জুটিকে দেখা যায়
২০০৮ সালে এই জনপ্রিয় অভিনেত্রী নিজের প্রথম ছবি 'রব নে বনা দি জোড়ি' তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বিশাল সুনাম অর্জন করেন। এই ছবিটিতে তাঁদের রোম্যান্টিক জুটি হিসেবে দেখা যায় ।
'কাল হো না হো' এবং "বীর জারার' মতো ছবি দুটিতে শাহরুখ খান ও প্রীতি জিন্টার কেমিস্ট্রি হয়তো আজও অনেক দর্শকই ভুলতে পারে নি
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ - সুস্মিতার হিট ছবি 'ম্যায় হু না' দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এই ছবিটির একটি বিশেষ গান 'তুমহে যো ম্যায়নে দেখা' একসময়ে লোকের মুখে মুখে ঘোরাফেরা করত
মাধুরী -শাহরুখ জুটি বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন যাদের মধ্যে অন্যতম হল কোয়লা, দেবদাস ,দিল তো পাগল হ্যায় ।
কুছকুছ হোতা হ্যায় থেকে কাভি আলবিদা না কেহনা অবধি এই জুটির অনলাইন কেমিস্ট্রি ছিল দেখার মতো ।
বলিউড বাদশা এবং কাজলের জুটি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি হিসেবে ধরা হয়। এই জুটি বিভিন্ন হিট সিনেমা আমাদের উপহার দিয়েছেন যেমন DDLJ, বাজিগর, কাভি খুশি কাভি গাম, কুছ কুছ হোতা হ্যায় প্রমুখ
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑