BENGALBYTE.IN
কক্সবাজার সমুদ্র সৈকত কেবলমাত্র বাংলাদেশেরই প্রধান সমুদ্র সৈকত নয় এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও বটে। বাংলাদেশের পর্যটন রাজধানী, কক্সবাজারে সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে৷
কক্সবাজার জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি। এই বিশেষ সমুদ্র সৈকতটিতে রয়েছে প্রচুর বড় বড় কালো পাথর যা মূলত মৃত প্রবাল৷
কক্সবাজার জেলার প্রায় আশি কিলোমিটার দূরে টেকনাফ উপজেলায় এই সমুদ্র সৈকতটির অবস্থান ৷ খুবই পরিচ্ছন্ন এ সৈকতটির সৌন্দর্য বাড়িয়েছে সেই এলাকার রংবেরঙের জেলে নৌকাগুলি৷
টেকনাফ উপজেলার ১২ কিলোমিটার দূরে দক্ষিণপ্রান্তে অবস্থিত শাহপরীর দ্বীপ৷ পর্যটকদের কাছে এই সমুদ্রসৈকতটির অতটা জনপ্রিয়তা নেই তবে এখানকার নির্জন প্রকৃতি ও পরিবেশ অনেকেরই পছন্দের প্রথম তালিকায়।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চারপাশ জুড়েই রয়েছে সমুদ্র সৈকত৷ এ দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা৷ নানান বৈচিত্রে ভরপুর এই দ্বীপটি।
কক্সবাজার জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটিতে। এখানে রয়েছে প্রায় ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ যার পশ্চিম পাশজুড়ে আছে ১৬ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত৷ এখানকার নৈসর্গিক দৃশ্য, বিভিন্ন রকমের পাখি ও ঝাউবনে ঘেরা অপরূপ সমুদ্র সৈকত পর্যটকদের ভীষণ রকম আকর্ষণ করে৷
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑