বাংলাদেশের নয়নাভিরাম সমুদ্র সৈকতগুলি~ একঝলকে 

BENGALBYTE.IN

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত    কেবলমাত্র  বাংলাদেশেরই প্রধান সমুদ্র সৈকত নয় এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও বটে। বাংলাদেশের পর্যটন রাজধানী, কক্সবাজারে  সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে৷

ইনানী সমুদ্র সৈকত

কক্সবাজার জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি। এই বিশেষ  সমুদ্র সৈকতটিতে রয়েছে প্রচুর বড় বড় কালো পাথর যা মূলত মৃত প্রবাল৷

টেকনাফ সমুদ্র সৈকত

কক্সবাজার জেলার প্রায় আশি কিলোমিটার দূরে  টেকনাফ উপজেলায় এই সমুদ্র সৈকতটির অবস্থান ৷ খুবই পরিচ্ছন্ন এ সৈকতটির সৌন্দর্য বাড়িয়েছে সেই এলাকার রংবেরঙের জেলে নৌকাগুলি৷

শাহ পরীর দ্বীপ

টেকনাফ উপজেলার  ১২ কিলোমিটার দূরে দক্ষিণপ্রান্তে অবস্থিত শাহপরীর দ্বীপ৷  পর্যটকদের কাছে এই সমুদ্রসৈকতটির অতটা জনপ্রিয়তা নেই তবে এখানকার নির্জন প্রকৃতি ও পরিবেশ অনেকেরই পছন্দের প্রথম তালিকায়।  

সেন্ট মার্টিন সমুদ্র সৈকত

বাংলাদেশের  একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চারপাশ জুড়েই রয়েছে  সমুদ্র সৈকত৷ এ দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা৷  নানান বৈচিত্রে ভরপুর এই দ্বীপটি। 

কুতুবদিয়া সমুদ্র সৈকত

কক্সবাজার জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটিতে। এখানে রয়েছে   প্রায় ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের  দ্বীপ যার পশ্চিম পাশজুড়ে আছে ১৬ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত৷ এখানকার নৈসর্গিক দৃশ্য, বিভিন্ন রকমের পাখি   ও ঝাউবনে ঘেরা অপরূপ সমুদ্র সৈকত পর্যটকদের ভীষণ রকম  আকর্ষণ করে৷

More Amazing Contents, Swipe Up ↑