শাড়ি পরার হরেক স্টাইল

BENGALBYTE.IN

নিভি স্টাইল শাড়ি 

শাড়ি-টি  কোমর-এর বাম দিক থেকে ডান দিকে পেঁচিয়ে পেটিকোটের ভেতর গুঁজে নিন, শাড়ির ঝুলটি ভূমির থেকে দু ইঞ্চি ওপরে রেখে। আটটি কুচি করে তা পেটিকোট এর মধ্যে নাভির ওপরে গুঁজে দিন। শাড়ীর বাকিটা  শরীরের বাম দিক দিয়ে, পেছন থেকে ঘুরিয়ে সামনে এনে কাঁধের ওপরে ফেলুন

বাঙালি স্টাইল (আটপৌরে) শাড়ি 

শাড়িটিকে নাভি থেকে শুরু করে কোমর অবধি গোল করে নাভির ওপরে এবং ডান দিক থেকে ঘুরিয়ে পেছনের মাঝামাঝি অংশে, পেটিকোট-এর মধ্যে গুঁজুন। বাকিটা সরু প্লিট করে বাঁ কাঁধের ওপর দিয়ে ফেলুন ও  সামনের দিক থেকে ঘুরিয়ে, ডান কাঁধের ওপর দিয়ে পেছনদিকে ঝোলান

গুজরাটি স্টাইল শাড়ি 

আপনার শাড়ির আঁচলটি, বাম হাতের নিচের থেকে ডান কাঁধে আড়াআড়ি ভাবে উঠে  সামনের দিকে ঝুলবে।এরপর ঝুলন্ত আঁচলটির থেকে একটি কোনা বের করে নিজের ব্লাউজের সঙ্গে ডান দিকে, কাঁধের ওপর পিন-আপ করতে হবে।

তামিল স্টাইল শাড়ি 

একটি কুচির মাথা বের করে নিন। শাড়ির আঁচলের উল্টোদিকে আটটি কুচি করুন ও ওই কুচি-টি পেছনের পেটিকোটের সঙ্গে লাগিয়ে শাড়ি পরুন।  শাড়িটি পেচিয়ে সামনে আনুন  ও কুচির ওপর নিয়ে যান।আঁচলটি, বাম কাঁধের ওপর দিয়ে পেছনে ঝুলিয়ে একটি গিট, নাভির কাছে দিন ও পেছনের কুচি গুলোকে পাখার মতো করে সাজান

শ্রীলঙ্কান স্টাইল শাড়ি 

আঁচলকে কুচি করে, আড়াআড়ি ভাবে বাম কাঁধে ফেলে, টেনে নাভি পর্যন্ত আনুন ও কাপড়ের বেল্ট দিয়ে আচল-টিকে কোমরে বেঁধে নিন। শাড়ির বাকি অংশ কোমরের ডান দিক থেকে ঘুরিয়ে সামনে এনে পাঁচটি কুচি করুন। কুঁচির ওপরের অংশটি বেল্টের মধ্যে ঢুকিয়ে নিন। কাপড়ের বাকি অংশ কোমরের ডান দিক থেকে ঘুরিয়ে মাজায় গুঁজে দিন।

মারাঠি স্টাইল শাড়ি 

শাড়িটি কে দুটো অংশে ভাগ করুন যাতে একটি অংশের তুলনায় আরেকটি অংশ বেশ বড় হয়। নাভির নিচ অবধি শাড়িটিকে একটা গিঁট দিয়ে দু-পায়ের মাঝ অবধি ধুতির মত শাড়ির কম অংশটুকুকে নিয়ে পিছনে গুঁজে দিন। শাড়ির আঁচল বরাবর পাঁচটি সরু ভাঁজ করে পায়ের মাঝ বরাবর কোমর বেস করে ঘুরিয়ে বাম কাঁধ বরাবর পেছনে ফেলুন।

More Amazing Contents, Swipe Up ↑