মহাভারত'-এর 'একটি' দৃশ্যের পর কেঁদে ফেলেন রূপা

BENGALBYTE.IN

মহাভারত'-এর দ্রৌপদী

দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করে নেওয়া অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়

বিআর চোপড়ার 'মহাভারত'-এর প্রায় সবকটি চরিত্রই বিখ্যাত

'মহাভারত'-এর 'দ্রৌপদী' চরিত্রে অভিনয় করে রূপা নিজের পরিচয় তৈরি করে নিয়েছিল ঘরে ঘরে

দর্শকের চোখে রূপা

সিরিয়ালে তাকে দেখে সবাই যেন তাঁকে দ্রৌপদীর ভূমিকাতেই দেখতে শুরু করেছিলেন।

একটি সাক্ষাৎকারে রূপা গল্পটি করেছিলেন,

বস্ত্রহরণের সেই দৃশ্যের পরে, কেঁদেছিলেন অভিনেত্রী, তাছাড়া দুঃশাসনের চরিত্রে অভিনয় করা বিনোদ কাপুরের সঙ্গে কথোপকথন পুরোপুরি বন্ধ হয়ে যায় পর্দার দ্রৌপদীর

রূপা আরও বলেন

কর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ধীর, যিনি অতিশয় ভালো মানুষ ছিলেন বাস্তবেও। তাঁর ভূমিকা আমার খুব পছন্দ হয়েছিল।

More Amazing Contents, Swipe Up ↑