ফের বড় পর্দায় দেখা যাবে রোহিত ও রণবীর জুটি

BENGALBYTE.IN

রোহিত ও রণবীর জুটি

সিম্বা’ ছবির পর দ্বিতীয়বারের জন্য একসঙ্গে দেখা যাবে রোহিত ও রণবীর জুটিকে।

ছবিটি কমেডিতে ভরপুর

ইতিমধ্যে রোহিত শেট্টির নতুন ছবি ' সার্কাস ' এর পোস্টার প্রকাশ পেয়েছে।

মুখ্য ভূমিকায় রণবীর

পোস্টারের মধ্যে দেখা যাচ্ছে এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় রণবীর সিং।

অন্যান্য অভিনেতা ও অভিনেত্রী:

ছবিতে জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব এবং সঞ্জয় মিশ্রকে দেখা যাবে

সত্যি কারের সার্কাস না হলেও এবার সিনেমায় দেখার সুযোগ

২৩শে ডিসেম্বর সিনেমা হলে আসতে চলেছে রোহিত শেট্টির ‘সার্কাস’

More Amazing Contents, Swipe Up ↑