BENGALBYTE.IN
বরফে ঢাকা পর্বতশৃঙ্গকে এক পাশে রেখে এই দুর্গম পথে ড্রাইভ করার মজাটাই আলাদা। তবে এই চড়াই উতরাই স্থানে বাইক চালানো বেশ কষ্টসাধ্য। দূরত্ব ~৪৯০ কিমি ; সময় লাগবে ~২ দিন।
এই রোড ট্রিপটি এমন চিত্তাকর্ষক যা প্রায় সমস্ত স্থানীয় বাসিন্দাদের এবং আন্তঃ রাজ্য থেকে আসা পর্যটকদের এক স্বপ্নের যাত্রা। ভ্রমণ করাকালীন লোনাভালায় 'চিক্কি' খেতে ভুলবেন না। যাত্রাপথের মনোরম পরিবেশ এবং সবুজ ঝরা পাতাগুলি আপনার মন ও শরীরকে সতেজ করে তুলবে। সময়কাল: ২ থেকে ৩ ঘন্টা
রোমাঞ্চকর এই রোড ট্রিপটির মধ্যে অন্যতম হল কারদুং লা পাস, যা কিনা পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত মটোরেবল পাস। এই এলাকায় ভ্রমণ করতে সময় লাগবে ২ দিন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের উপকূলবর্তী এই অঞ্চলে গাড়ি বা বাইক নিয়ে অনায়াসেই পাড়ি দেওয়া যায় মুম্বই থেকে গোয়া পর্যন্ত। এখানকার দূরত্ব-৬১৫ কিমি। সময় লাগবে ১০ ঘণ্টা।
আপনি যদি দক্ষিণে রোড ট্রিপ করতে চান তাহলে বেঙ্গালুরু থেকে মুন্নার পর্যন্ত ভ্রমণ করতে পারেন। রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। দুরত্ব ৪৭৬ কিমি। সময় লাগবে ১০ ঘণ্টা।
116 কিমি দূরত্বের এই রোড ট্রিপের রাস্তাগুলো যেন রোমাঞ্চের বার্তাবাহক। ভ্রমণকারী যখন আরাকুতে বেড়াতে যায়, তখন সে রাস্তার রহস্যময় সৌন্দর্যের মোহে পড়ে যায় । এটি ভারতের একটি আশ্চর্যজনক সড়ক ভ্রমণ যা অনন্তকাল ধরে আপনার হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবে। সময়কাল: 3 ঘন্টা প্রায় 116 কিমি।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑