ডিপ্রেশন কমান নিমেষে

BENGALBYTE.IN

আপেল খান

কেবলমাত্র  শরীরের নয়, মনের স্বাস্থ্যের জন্যও আপেল অত্যন্ত উপকারী একটি ফল। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে  রোজ একটা করে আপেল খেতে পারেন ।

প্রোটিন রাখুন খাদ্যতালিকায়

মনকে প্রসন্ন  রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন অপরিহার্য । টার্কি, টুনা, চিকেন, বিনস এবং সয়াবিন প্রোটিনে ভরপুর যা  আপনার মনকে সজাগ ও সতর্ক রাখবে এবং ঝিমিয়ে পড়া অনুভূতিগুলোকে জাগ্রত করে তুলবে।

হলুদ আর পাতিলেবু

ক্যানসার ও অ্যালজাইমারের মত ডিপ্রেশনের হাত থেকে কাটিয়ে উঠতে হলুদের গুরুত্বপূর্ণ ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে থাকা অ্যান্টি ডিপ্রেস্যান্ট মৌল হতাশা কাটিয়ে তুলতে সাহায্য করে।

কার্যকরী টমেটো 

আলফা-লিপোলিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিডের গুণসমৃদ্ধ টমেটো অবসাদ কাটাতে  অত্যন্ত উল্লেখযোগ্য।

আখরোট

আখরোট মস্তিষ্কের পক্ষে আখরোট   অত্যন্ত উপকারী। এর মধ্যে আছে  ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড  যা মস্তিষ্কের কাজে সাহায্য করে এবং মন ভাল রাখে।

চকোলেট

মানসিক চাপ কমাতে  ডার্ক চকোলেট খুব ই উপযোগী কারণ  এর মধ্যে থাকা ফিনাইলেথাইলামাইন  মস্তিষ্ককে শান্ত রাখে।

পেঁয়াজ

পেঁয়াজে থাকে অ্যান্টি অক্সিডেন্ট  যা কিনা ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত করে এবং মন ভাল রাখে।

কেশর

কেশর বহু মানসিক রোগ ও ডিসঅর্ডারের ওষুধ। ডায়েটে কেশর রাখুন, কমবে ডিপ্রেশন।

প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মানসিক অবসাদ কাটাতে সাহায্য করে। ৭-৮ ফোঁটা  এই তেল মাথায় মালিশ করে নিলে এর মিষ্টি গন্ধ ডিপ্রেশন কাটিয়ে তুলবে আর সাথে হবে ভাল ঘুম

শাকসবজি

পালংশাক, মেথিশাক অধিক পরিমাণে খান যা কোষকে করে তুলবে রোগমুক্ত  ও তার সাথে মেরামত করবে মস্তিষ্ককে।

জিঙ্ক সমৃদ্ধ খাবার

জিঙ্ক মস্তিষ্কের পক্ষে অত্যন্ত  কার্যকরী আর রক্তে জিঙ্কের পরিমাণ  যদি কমে যায় তাহলে চিন্তা, মানসিক চাপ ও ডিপ্রেশন বৃদ্ধি পায়। তাই ডায়েটে রাখুন পালংশাক, অ্যাভোকাডো, মাংস, ডিম, কাবুলি চানা ও বাদামের মত জিঙ্ক সমৃদ্ধ খাদ্য।

More Amazing Contents, Swipe Up ↑