অক্ষয়কে নিয়ে নীরবতা ভাঙলেন রবিনা

BENGALBYTE.IN

‘মোহরা’ ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েছিলেন অক্ষয়-রবিনা

অক্ষয় কুমার আর রবিনা টন্ডনের রসায়ন আলাদা করেই চোখে পড়েছিল সিনেমার পর্দায়।

প্রেমের পরিণতি দুজনের জন্য খুব একটা সুখকর হয়নি।

সম্পর্ক ভাঙার যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।

তবে এখন দু’জনেই নিজের নিজের বিবাহিত জীবন নিয়ে সুখী।

অক্ষয় কুমার সাতপাক ঘুরেছেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার কন্যা অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে। আবার অন্য দিকে, রবিনা টন্ডন ঘর বেঁধেছেন ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানির সঙ্গে।

সুন্দর রসায়ন থাকা সত্ত্বেও এই সম্পর্কে ভাঙন ধরল।

সেই সময় দু’জনেই ছিলেন কেরিয়ার এবং সাফল্যের শিখরে।

রবিনা এক সাক্ষাৎকারে বলেন-

সেই সময় অক্ষয় কুমার তাঁর সামনে একটি শর্ত রেখেছিলেন। রবিনাকে কেরিয়ার এবং সংসারের মধ্যে যে কোনও একটি বেছে নিতে বলেছিলেন অভিনেতা। তাই বিচ্ছেদ ঘটে তাদের।বিচ্ছেদের পরে দু’জনেই দু’জনের জীবনে এগিয়ে যান।

More Amazing Contents, Swipe Up ↑