ঋতু পরিবর্তনের সাথে বদলে ফেলুন স্কিন কেয়ার রুটিন

BENGALBYTE.IN

আবহাওয়া পরিবর্তন শুরু হয়ে গেছে :

তাই ত্বক ভালো রাখতে স্কিন কেয়ার রুটিনও বদলে ফেলতে হবে।

কনকন ঠান্ডা আর নেই, বসন্তের আমেজের শুরু হয়ে গেছে।

ত্বকের ধরন অনুযায়ী যেমন স্কিন কেয়ার আলাদা তেমনই ঋতু অনুযায়ীও ত্বকের যত্ন নেওয়া দরকার।

জেল বেসড ময়েশ্চারাইজার

ধীরে ধীরে বাতাসে আর্দ্রতা বাড়ছে তাই জেল বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার বেছে নিন।

হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার

হাইড্রেটিং ক্লিনজার আপনার ত্বক থেকে সমস্ত ধুলো, বালি, ময়লা দূর করে দেয়। এতে আপনার ত্বক শুষ্কও হয়ে ওঠে না।

ঠোঁটের যত্ন

সপ্তাহে একদিনে করে কফি ও মধু দিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করুন। এছাড়া রোজ নিয়ম করে লিপ বাম ব্যবহার করুন।

হাইলরোনিক অ্যাসিড সিরাম

ত্বককে হাইড্রেটেড রাখার ক্ষেত্রে হাইলরোনিক অ্যাসিড সিরাম দারুণ উপযোগী। এই স্কিন কেয়ার পণ্যটি আপনার ত্বক থেকে বলিরেখা, সূক্ষ্মরেখা ইত্যাদি দূর করতে সহায়ক।

More Amazing Contents, Swipe Up ↑